জনতা আমি জনতা
জানোনা তুমি আমার
কত ক্ষমতা ।
জনতা আমি জনতা ।
প্রতিবাদে আছি আমি
প্রতিরোধে আছি আমি ।
সাহায্য আছি আমি
বলিদানে আছি আমি ।
সব কিছুতেই আমি
তবু যেন কিছু নেই
তাই হতে পারিনা এ নেতা ।
কখন বা চুপিসারে
কোন সে অন্ধকারে ,
দান মারে কোনো পা চাটা ,
আর আমি হয়ে যাই সেই
আম জনতা ।
জনতা আমি জনতা ।।
পাড়ায় পাড়ায় ঝড়
শহরে নগরে ঝড় ।
আবার এসেছে ভোট
বছর পাঁচেক পর ।
ভোট ভোট ভোট ভোট ।
হবে গণতন্তের জয়
জনতা যে নির্ভয় ।
দেখাবে এবার সে
তার ক্ষমতা ।
জনতা আমি জনতা ।।
কিন্তু, প্রার্থী তালিকা দেখে
চক্ষু চরক গাছ ।
পুরোনো সে নাম গুলো
নতুন সাজেতে আজ ।
নিরুপায় জনতা
ভোটের বোতাম টিপে ,
কাটা ফাটা গুনীদের
আবার জেতায় ।
ছিটে ফোঁটা কিছু পেয়ে
গুনীদের গান গেয়ে ,
দু হাত তুলে বলে
গণতন্ত্রের জয় ।।
তারপর বাড়ি ফিরে
কখনো ঘুমের ঘোরে
চিৎকার করে বলে
আমি জনতা ,
জানোনা তুমি আমার
কত ক্ষমতা ।
জনতা আমি জনতা ।।