গোলাবারুদ আর বোমায় ভরা
আমাদের এই বসুন্ধরা ।
তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশ এর সেরা ।
রাজনীতিতে তৈরি সে দেশ
দুর্নীতিতে ঘেরা ।
এমন দেশ টি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি ।
বলতে মাগো লজ্জা করে
সে যে আমার জন্মভূমি ।।
পুষ্পে পুষ্পে ব্যালট ভরা
কোরাপশনে জীবন গড়া
তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশ এর সেরা ।
ডোনেশন এ চলছে সে দেশ
ভিখারিতে ঘেরা ।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে না কো তুমি
বলতে মাগো লজ্জা করে
সে যে আমার জন্মভূমি ।।
ভাইয়ে ভাইয়ে চলছে লড়াই
সম্পত্তির আজ হচ্ছে বড়াই ।
ধর্ষক আজ হচ্ছে নেতা
শাস্তি দুর্বলের ।
তারা ফুটপাতে তে থাকছে বসে
আধপেটা তে শুয়ে ।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
বলতে মাগো লজ্জা করে
সে যে আমার জন্মভূমি ।।