হতে হাত নিয়ে চল
চল যাই দুর দেশেতে ।
তুলি তে রং নিয়ে  
একে চলি ক্যানভাস এ তে ।

মেঘেদের উরো চিঠি
কখনো বা মাছ হয়ে
আকাশে সাঁতার কাটে।
মেঘ গুলো পাশাপাশি
হাতি হয়ে চলে যায়
ওই দুর আকাশে ।।

সব কিছু মিলে মিশে
রং গুলো ক্যানভাসে
পরে যায় অল্প অল্প ।
এইটা এইটা এইটা
জ্বীন পরির গল্প ।।