তৃষ্ণার্ত ছিলাম,
কিন্তু জলে ছিল বিষ।
পান করার ইচ্ছার মাঝে দুলছিল মৃত্যু,
দুই হেঁয়ালির সমাধান হওয়া খুবই দুস্কর।
না ঘুম পূর্ণ হলো, না হলো স্বপ্নপূরণের সাধ।
ঠিক তখনই সময় বলে উঠলো....
একটু যদি সহ্য করতে....
উত্তরে এলো একটু যদি সময় দিতে।
সকাল সকাল উঠতে হয় আয়ের খোঁজে,
আরাম আয়ের সন্ধানে বেরোই
আরাম ছেড়ে,
ক্ষমতা রাস্তায় তামাশা দেখায়,
আর ভাগ্য রাজ করে মহলে।
অনেক নালিশ পরে আছে জীবনের কাছে।
কিন্তু নিশ্চুপ আমি,
সন্তুষ্ট থাকি পাওনাগুলো ভেবে।
যা অনেকের ভাগ্যে জোটেনা ।
কিন্তু টাকার নেশা যে বড় নেশা,
এই নেশায়ে মত্ত হয়ে উপার্জনে বেরই ।
দুনিয়াটা বড্ড মজার,
যখন টাকা আসল হাতে,
তখন সম্পর্ক হারিয়ে গেল।
হারিয়ে গেল ,পরিবারের সাথে কাটানো সময়গুলো ।
যখন সময় এলো তখন সন্তানরা -
বেরিয়ে গেল উপার্জনে ।
এভাবে দিনগুলো আয়ের আশায়
স্রোতের ন্যায় বয়ে যায় ।
আর পরে থাকা ঘুনের মাঝে
উঁকি দিয়ে ওঠে ইতিহাস ।।