হৃদয় পুরোনো হয়ে
যাবে একদিন ।
মাংস মন স্বপ্ন প্রেম পুড়ে যায় ,
সূর্য উদয় হয়তো অস্ত -
হয়ে যাবে একদিন ।
পুড়ছে মন ঘড়িতে সময়
ভেসে যায় ।
আগুনে বিষ
জলেতে মন পুড়বে একদিন ।
জ্বলছে বিষ
নীলেতে নীল মিশে যায় ।
সব রং রঙিন মিলিয়ে যাবে একদিন ।
শিরায় শিরায় এক নিমেষেই
সপ্ন হৃদয় ভেসে যায় ।।