এখন আর কেক কাটা হয়না l
যখন দেওয়ালে ঝুলত বেলুন,
আর গোটা ঘরে আতরের গন্ধ,
তখন অমনস্কতায় হেসে উঠতাম l
কিছু বছরের বিদায়ের
ফলস্রুতি আজ l
তবুও তোমাদের কাছে-
আজ নমস্কার আর ধন্যবাদ ,
আমাকে আশীর্বাদ করার জন্য l
এখন আর আগের মত হয়না l
এখন হয়তো সত্যিই
বড় হয়ে গেছি তাই l
আজ আকাশও আমাকে
বলে উঠল l
Happy birth day .