তোমার কবিতাগুলো শুনতে পাচ্ছি,
ভেতর দিয়ে মাটির গন্ধ,
ঝাপসা মুখ তবুও জ্বলে বন্দি খাঁচায়…
ঝরে যাওয়া রূপকথায় শূন্যতার শব্দ
সাদাকালো হৃদপিন্ডে জাবরকাটা নোনা জলের ঝরনাধারা.......
যত্নে ইচ্ছে কংক্রিটে ডানা মেলে ধুমকেতুটা
শুধু রাত্রিগুলোতে ঘুম আসে না ।।