ঘরে নেই আলো
তাও আছি ভালো l
ওদিকেতে ঝলমল
ইনভার্ট্রারের আলো l
অন্ধকারে আমার বাস,
কাটি শুধু ঘোড়ার ঘাস l
দু চার পয়সাতে আমার
দূর হয় পেটের আস l
ঘরে আছে দুমুঠো চাল,
গাধার মত বহন মাল l
আরো কত শ্রমজীবিরা
মুখে পানে ব্যাস্ত গাল l
পরিশ্রম আজ দেশ বা চীন
আমার ঘরে নাই কেরোসিন l
তাদের দেখ বাবুরা খায়
চাইনিস বারে চাউমিন l