গঙ্গা তার গতির তালে
এক পলকে স্রোতের বলে ,
এক ফোঁটাতে জীবন আজি
চলছে জীবন গ্যাঁড়াকলে l
চলছে ব্যস্ত মানব ট্রেনে
গঙ্গা তবু ব্যবসা কেনে,
দূর থেকে ওই দেখতে পাওয়া
শান্ত শান্তি সস্তি খোঁজে ll
তবুও যেন তত্ত্ববোধে
তন্ত্র আজও ততলামাকাল,
মুখোশ আজো মানব মুখে
মুখপোড়া তাই গরুরপাল l
জীবন চলে যেমন চলে
উড়ছে সময় পলে পলে l
গঙ্গা তবু চলতে থাকে
যেমন চলে সন্ধ্যে সকাল ll