একা একা পথের বাঁকে
অসহায় এ জীবন ।
আসে ঘুম রাত চাদরে
সূর্য উঠবে কখন ।
হচ্ছে গতিহীন সব
ইচ্ছার মরণ,
চলেছি পথে কি
হয়তো অকারণ ।
খুব একা একা
দ্বিধা এ মন ।।
নীরবতা আজ সংকীর্ণতা
তবু বাঁচার সমাধি ।
অস্তিত্ব আজ অভিশপ্ত প্রায়
তবু আশায় বেঁচে আছি ।
চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাসের জল ,
আমার মুঠোয় বন্দী
স্মৃতির শতদল ।
হয়তো এটাই ছায়ার অস্তাচল ।।