এক আজব দেশের বাসী আমি
ঠাটবাট নেই ঠিক ।
হাজার টাকার নূপুর যেথায়
এক টাকাতে টিপ ।
হাজার টাকা পায়ের তলায়
একটাকাতে কপাল ।
দেশের নাম যাইবা থাকুক
মানুষের নাম নেপাল ।
লবন চিনি দেখতে একই
নেই যে কোনো তফাৎ ।
লবন তবু ঠিকই আছে
চিনিতে পিঁপড়ে হঠাৎ ।
মিষ্টির খোঁজে সবাই ঘোরে
মিস্ট বন্ধু বাদ ।
সুস্বাদু হোক খাবার যতই
লবন ছাড়া বেস্বাদ ।
মৃত স্মরণে জ্বলছে আলো
মোমবাতি টি কিনে ।
উল্লাসে আজ নিবছে মোম
তোমার জন্মদিনে ।
গালির সমান যেই দেশেতে
জানোয়ার বাচ্চা ।
সম্মান পায় তখন সবাই
বললে বাঘের বাচ্চা ।
জানোয়ার বাঘ এক সে নয়
মানুষ তবে কি ?
ভেজাল দুধে রং মিশিয়ে
তৈরি হচ্ছে ঘি ।
লাইন লাগায় সবাই এখন
মদের দোকানেতে ।
ঘোষ কাকু তাই দুধ দিয়ে যায়
বাড়িতে বাড়িতে ।
লাভের থেকে ক্ষতি ভালো
এটাই আসল কথা ।
শরীর ? সেতো ডাক্তার আছে
কেন মাথা ব্যাথা ।
সোজা পথে অনেক বাধা
বাঁকা পথই সঠিক ।
এক আজব দেশের বাসী আমি
ঠাটবাট নেই ঠিক ।।