এক যে ছিল রাজা
তার ভারি দুঃখ ll
জনতা কাকে কয় ?
প্রাসাদ ছেড়ে ফুটপাতে
দেখ তাই l
যার ভান্ডারে রাশি রাশি
বেকার ভাতা ঠাসাঠাসি l
তারও হয় ll
একবার ছিঁড়িয়ে ফেলে শাসন l
একবারটি এসো রাজন l
দেখ তারা সুখী নয় l
দুঃখ যাবে কি ?
হয়তো এ জনমে সেটা হবে কি ?
শুধু মায়ের দু হাত চেপে,
অর্থ ব্যয়ে কাঁদাকাটি
তাতে কি ?
নাহয় পরবে গলায় দড়ি,
উনানেতে ফাঁকা হাড়ি l
তাতে রাজার আসে কি ?
শুধু জনগনের সঙ্গ চাই,
হিন্দু মুসলিম ভাই ভাই l
তাতে রাজা শান্তি পায় ll