ভাঙছে ধোঁয়ার চাদর
আবার তাতে পোড়ালে হাত l
জানা অজানার মাঝে
পড়ে থাকা একমুঠো অবসাদ ll
নিঃশ্বাস তবু দীর্ঘায়ুতে
নিঃশব্দে তাই সহ্য l
কথার ঘাতে অপঘাতে
নিঃসঙ্গ আজ ঐক্য ll
তবুও বাক রূদ্ধ শ্বাসে
শাসনের কলজায় l
ছিন্ন ভঙ্গ সব ভাঙনে
সমরের দরজায় ll
তবুও তুমি নীরবই থাকো
যেমন ছিলে আগে l
ধোঁয়ার চাদর উড়ছে আজো
মন কোষ উত্তাপে ll