ঘড়ির বড়কাঁটা টা টিক টিক শব্দে এগিয়ে চলেছে । বাইরে কিছু আগে বৃষ্টির শব্দ ছিল এখন শান্ত ।মাটির সোধা গন্ধ এক নিঃশ্বাসে ফিরিয়ে নিয়ে গেল দুই বছরে আগে ।সেই মিস্টি ছোঁয়ার আড়ালে লুকিয়ে থাকা আমার শয়তানি । এখন শান্ত ঘরে দুই জনের শব্দ শুনতে পাচ্ছি। সেই সেকেন্ডের কাঁটা আর আমার একাকিত্বের সঙ্গী আমার নিঃশাস ।লাম্পস্টের নিয়ন আলো ভেজা রাস্তায় পারে রাস্তাকে করে তুলেছে আরো চক চকে । একটা ঠান্ডা হাওয়া খোলা জানালাদিয়ে আমার গাল ছুঁয়ে কোথায় যেন হাড়িয়ে গেল । পাখিদের মৃদু স্বর কিচির মিচির করে ক্রমাগত বেড়ে চলেছে । জানালা দিয়ে এখন আকাশটা বেশ লাগছে দেখতে যেন স্বপ্নের ভেতর কে জানো উঁকি দিয়ে তার ডান মেলতে চাইছে । wifi এর কানেকশনটা এখনো অন আছে আর এলিমিটারের নীল আলোটা গোটা ঘরকে করে তুলেছে উজ্জ্বল ।
ধীরে ধীরে সকাল হলো ।