দাওনা হাত বাড়িয়ে ,
পথ চলি খালি পায়ে ,
জীবন শুধু তোমায় পেতে চায় l
চলো যাই কোন অন্য ঠিকানায় ll
যে ভাবেই সন্ধ্যের আকাশ
তোমাতে বারমাস ,
প্রতিদিন সূর্য্যের মতো
ফোঁটাও তুমি পলাশ l
আমার এই বুকের স্থলে.
স্বপ্নের রাজ প্রাসাদে
পেয়েছি যে তোমায় ll
পথ চলা অনেক রকম
নামা ওঠা একি রকম l
সময় এসে দাঁড়ায় দোড়গোড়ায় l
চলো যাই কোন অন্য ঠিকানায় ll
যে ভাবে ঝাপসা আলোয়
মিশে যাক অবসাদ ,
সে ভাবেই ডাক পাঠালো
আমার এই দির্ঘশ্বাস l
স্মৃতি আজ খাতার ভাঁজে
জোনাকি স্বপ্ন খোঁজে l
ব্যস্ত এই সময় ll