দাওনা হাত বাড়িয়ে
পথে চলি খালি পায়ে
এ মন শুধু তোমায় পেতে চায়
চলো যাই কোন অন্য ঠিকানায়।।
যেভাবেই সন্ধের আকাশ
তোমাতে 12 মাস
প্রতিদিন সূর্যের মতো
ফোটাও তুমি পলাশ ,
আমারে বুকের স্তরে স্বপ্নের
রাজপ্রাসাদে পেয়েছি যে তোমায় ।।
পথচলা অনেক রকম
নামা ওঠা একই রকম
সময় এসে দাঁড়ায় দোরগোড়ায়
চলো যাই কোন অন্য ঠিকানায় ।।
যেভাবেই রাতের আকাশে
মিশে যাক অবসাদ ।
তোমারই ছোট্ট ছোয়ায়
আমার এই দীর্ঘশাস ।
স্মৃতি আজ ডানা মেলে
চলেছে নিজ খেয়ালে ।
ছুঁতে যে তোমায় ।।