সিগারেটে এক টানে
দিগন্তের মুছে যাওয়া
কিছু স্মৃতি
বারবার স্পর্শকাতরতায়
তোর দূরত্বের কথা
মনে করিয়ে দেয়
তখন উন্মুখ দৃষ্টিতে
মুখ তুলি আবার l
গনগনে ধারালো রোদে
খুব ভুল বসত
তোর কথা মনে পড়ে
তখন ভুলে যেতে থাকি
অতীতে যাবতীয় সুখ l
স্বপ্ন ভাঙ্গে যখন
সিগারেটের শেষ আগুনটা
আমার হাত স্পর্শকরে
আবার নতুন স্বপ্ন তৈরি হবে
ভাঙ্গা স্বপ্নের মত l