অনেক কথা আজ
বলতে ভয় হয় l
জীবন দ্বীপ চলছে
এক ব্বদ্বীপে বোধ হয় l
স্মৃতির চাদর লেপ্টে আজও আমি l
বসে থাকি কোন অজানায় ll
চিবুকে আমার নরম মাংস
মন গভীরে জোয়ার l
জাপটে আজ সময় ঘড়ি
চলছে সময়ের পারাবার l
ব্বদ্বীপ নাহয় সাজ সকালের
উত্তাল জলস্রোত l
চুঁইয়েছে জল সেই কবেকার l
একই ভঙ্গিমায় ll
জীবন আজি গলছে খাঁচায়
প্রেম পিরিতি জোয়ার ভাঁটায় l
ফুটছে হাসি মৃত্যুকালে
অজানা কোন আনন্দে l
বলছে হেসে ইতিহাস কেন
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্তে l
সেই একই অবহেলায় ll