যদিনা থাকে সময় সাথে
বৃদ্ধ হাতের রেখায় ।
মোটা ফ্রেমের চশমায় খুঁজি
স্মৃতির রূপকথায় ।
হাড়িয়ে যায় স্রোতের মতই
যেমন হারায় সময় ।
জমাট বাঁধা চোখের জলে
অন্ধকার ঘনায় ।
মোমবাতিটাও গলছে তেমন
নিভতনা সে ভুলে ।
সম্বল এখন শুধুই লাঠি
রং ধরেছে চুলে ।
ছেলে এখন বিলেত ফেরত
বড় অফিস তার ।
বাহারি সাজ অনেক রকম
প্রয়োজন নেই বাবার ।
আমার তাতে যায় আসেনা
অনেক বন্ধু আমার ।
সবাই দেখি বৃদ্ধ এখন
কলার তুলি জামার ।
আমিও তবু জোয়ান আছি
সবে তো বাহাত্তর ।
আসবে ছেলে ফিরে আবার
ফাঁকা পাশেই ঘর ।
নাতি খানাও হয়েছে ভালো
বড় হচ্ছে ক্রমে ।
আমি ছেলে পাশাপাশি
হাসব বৃদ্ধাশ্রমে ।।