আজকে তোমায় বলবো শোনো
বিভেদ আজ কোনখানে ?
ধৃষ্টতা আজ মনের ভেতর
খুঁজি গীতায় কোরানে ।
খুঁজছে যারা মানুষ তারা
শুধুই অমিল পোষাকে ,
এপার ওপার দুই ভায়েরা
মিলছে গলা বৈশাখে ।
সময় আজও চলছে তেমন
যেমন চলে ঘড়িতে,
চলছে জীবন ঘড়ির কাটায়
বিভেদএর অজুহাতে ।।
তবুও লাল রক্ত আজি
গঙ্গা তিস্তা শাখায়,
মিলন আছে বুকের ভেতর
কেবা পথ বদলায় ।
বদলে গেলে রক্তও আজ
হয়ে যাবে ফিকে ,
এলিয়ান রাও মানুষ বলে
বলবে তখন নিজেকে ।
বিবেক বুদ্ধি সবার আছে
শুধু বিভেদ দেয় জ্ঞান,
সবার উপর মানুষ সত্য
তার উপরে সিলিং ফ্যান ।।