নিজেকে মুছতে
শুরু করেছি এখন l
অবান্তর বাতাসে
উড়ে চলেছে -
আমার অস্তিত্বের ভস্ম l
মিলিয়ে যাচ্ছে ,
অজস্র ধুলোর সাথে l
আছড়ে পরছে
ভারি পাকস্থলী ll
আমার হাত জুড়ে রয়েছে
এক বিষণ্ণ রাবার l
তর্জনিকে স্পর্শ করে
বজিয়ে রেখেছে -
তার বিষাক্ত বিষক্রিয়া l
এখন শুধু সূর্য ওঠার অপেক্ষায় ll