ঢাকের কাঠির মিষ্টি রেষ পূজো এবার
হল শেষ
নতুন আশায় বাধি বুক
সবার ইচ্ছে পুরন হোক
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে ।
সুখে দুঃখে উদাস হওয়া
তিন দিনের এই চাওয়া পাওয়া সব
পেরিয়ে আজ বিজয়া শুভেচ্ছা তাই
জানিয়ে দেওয়া মন বলে আজ ঢাকের
রবে
আসছে বছর আবার হবে ।
শুভ বিজয়া ।