পশু বা পাশবিক ক্রীয়া,
আজ আমার জটিলতাকে
করেছে আবদ্ধ l
কখনো মরুপ্রান্তে
আবার সমুদ্রের স্নান l
পাগলামোর শেষ,
আর পাচ্ছিনা খুঁজে,
নিজেকে চেনার প্রবনতায় l
বারবার জ্বলে ওঠে সিগারেট,
তবুও খুঁজে পাইনা আমাকে l
মরুরাত্রি চোখে আজ-
সবটুকু জলই সুকনো কাঠের মত,
অপার্থিব মরিচীকার জলে ভাসমান l
আমার চেতনার আয়নায়,
আবার অন্ধের মতো-
নিজেকে খুঁজে চলেছি আজও l
বেমালুম পথে দিশার আশায় ll