আছি ,
যেমন থাকার
তেমনই আছি l
আছি ,
প্রেমচাপা দুটো হাতে
আবদ্ধতা শান্তিতে l
আছি ,
খাঁচায় বন্দী
রাজনীতির প্রেক্ষাপটে l
আছি ,
গণতন্ত্রের টানা পোরেমে l
আছি,
অপুষ্টির গান গেয়ে l
আছি ,
বেঁচে থাকার অভ্যাসে l
আছি,
শতাব্দীর নিঃশ্বাসে l

শুধু আছি ,
তোমার জন্য
এক বুক বারুদ নিয়ে ll