মহাকালের কাল পড়েছে
আর কালের ঘরে জাল ।
সময় সেতো ঘড়ির কাঁটা
নিঃস্বাস দাবার চাল ।।
নদীর স্রোতে গা ভাসিতে
যাচ্ছে মরা কাঠ ।
কঠিন ভাষায় ব্যাকরণে
স্মৃতির ফেরির হাক ।।
যাচ্ছে সময়, সময় মতো
যেমন মায়ের কোল ।
বন্ধ দমে বাড়ছে দেখো
আমার সিস্টল ।।
যেমন জীবন যাচ্ছে বেড়ে
বাড়ছে অবসাদ ।
সত্যি বন্ধু খুঁজতে হলে
লাগবে আতোশ কাঁচ ।।