সূত্রপাত টা ভালোই ছিল,
অজানা কোন এক গন্ধে
মেতে উঠেছিল ঘরের ভেতর ।
অভাব তখনো মাথাচাড়া দেয়নি।
আকাশের নীল খামে
তখন ভেসে উঠেছিল
কালো দস্যুর অতর্কিত হানা ।
ঝড় উঠল -
পরিপাটি তান্ডবে ভেঙে গেল,
নষ্ট হয়ে গেল সাজানো
ফুলের বাগান ।
আর পরে থাকা পাতা গুলো
চেঁচিয়ে উঠলো ,বলে উঠল
"ফিরিয়ে দাও আগের স্বাধীনতা"।
স্বাধীনতা তখন দূরে বসে
দেখতে পায় তার নিজ সত্তার
অতীত এর বর্তমান কে ।।