সকালে টনটনে রোদ ।
হট করে জানলার পাশদিয়ে -
মুখের উপর পরতেই
হাতটা চলে যায় মুখের উপর ।
লাজুক মন তখনো
মাথাচাড়া দিয়ে ওঠেনি ।
জানলার পাশে -
পরগাছার দল গুলো -
হয়তো আমার মত নয় ।
তারা মাথাচাড়া দিয়ে উঠে
আরো সবুজ ।

আর আমি?