যখন কলিজা থেকে
রক্তবার হয় l
জীবনের শেষ অংকটাও
গড়মিল হয়ে পরে l
দেওয়ালে যখন
ঠেকে যায় পিঠ l
আর তোমার স্মৃতির মাঝে,
বেঁচে থাকে আমার অস্তিত্ব l
আমি তখন একা বোধ করি l
নিঃশ্বাস শব্দ করতে থাকে
এক এক প্রহরের l
আর যন্ত্রণা আবার মাথাচাড়া দেয় l
আর তখন .........
যার জন্যে লড়াই
সেই হারিয়ে দিয়ে যায় ll