আমিকি আবার নিজেকে
হারাতে বসেছি ?
কই যে পাখিটা সকালে -
আমাকে গান গেয়ে
ঘুম ভাঙাতো l
সে কেন আজ নিশ্চুপ ?
কই ঠান্ডা হাওয়া ?
নদীর গা ঘেঁষে যখন -
আমার গায়ে চুমু খেত l
তখন চোখ বন্ধকরে,
অনুভব করতাম তার আদর l
অনুভূতির দেওয়ালে
আজ এটা কার আঁচর ?
চোখ খুললেই সব যেন অচেনা l
অজানা পাখি সুর l
অজানা নদীর নির্যাস l
কোলাহল চারিদিকে l
টাকায় আজ সব পাওয়া যায় l
সেই পাখীর গান ,
আর ঠান্ডা হাওয়ার সুবাস l