তোমাকে ছোঁয়ার মূহুর্তে
আবার বেজে উঠল
গীর্জার ঘন্টা l
কল্পনার চাঁদ তখন,
দাঁড়ায় দেওয়াল ঘেষে l
আবার নতুন করে
জরিয়ে ধরি,
অপার্থিব কল্পনার সূচিপত্র l
তখন প্রায় ঘড়িটা
ডাকছিল রাত বারটার
নাম ধরে l
জানালার ফাঁকদিয়ে
যখন চাঁদের আলো
পরল আমার মুখে,
দুচোখ বন্ধ করে
তোমার স্পর্শ -
অনুভব করলাম l