অনিচ্ছায় বেঁচে আছি l
ইচ্ছাধারী নাগিনের দংশনে l
দূর থেকে শুধু শব্দ "ফস্"
ফসফরাসে তখনো -
বারুদ মেশানো কাজ l
যেখানে খেলে যায়
আমার মনের এ্যাসিদ l
ছোবলে তখন -
নীল বর্ণ করেছে ধারণ l
আর পুরছে আমার আমি l
শিরায় শিরায় অসম্ভব -
জ্বালা করতে লাগল,
আমি দেখতে পাচ্ছি-
ধীরে ধীরে পুরে যাচ্ছে
হাত,কাঁধ, পাকস্থলী l
কিন্তু বুকের কাছে
নিস্তব্ধে দাঁড়িয়ে গেল সে l
বাম পকেটের একটু নিচে l
নিভে যাবার আগে -
হয়তো "দপ্ " করে উঠবে আবার ll