কিছু স্মৃতি হারিয়ে যায় শিলার গোত্রান্তরে ।
কিছু স্বপ্ন বেঁচে থাকে মনের রোমন্থনে ।
কিছু সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের করি কাঠে ।
শুধু মুছে যায় সময় ,
মুছে যায় জাগতিক পরিধির শৃংখল ।
আর পড়ে থাকে শূন্যতা।
শূন্যতায় সাঁতার কেটে পার হয় কিছু সম্পর্ক,
আর মুছে যায় তোমার স্পর্শ ।।