আমার লক্ষ্মী ধানের ক্ষেত
আমার লক্ষ্মী সাদা ,
আমার লক্ষ্মী সুইস ব্যাঙ্ক
ছুড়ছ কেন কাদা ।।
আমার লক্ষ্মী বিধান সভায়
আমার লক্ষ্মী ঘটে ,
আমার লক্ষ্মী বিরোধিতায়
আমার লক্ষ্মী জোটে ।।
আমার লক্ষ্মী এখন সাদা
আমার লক্ষ্মী কালো ,
আমার লক্ষ্মী জোট বাজেটে
আমার লক্ষ্মী ভালো ।।
আমার লক্ষ্মী দারিদ্রতায়
আমার লক্ষ্মী ভুখে ,
আমার লক্ষ্মী দাম বাড়িয়ে
আমার লক্ষ্মী ভিক্ষুকে ।।
আমার লক্ষ্মী কৃষক শ্রেণী
আমার লক্ষ্মী নোটে ,
আমার লক্ষ্মী নরম গদি
আমার লক্ষ্মী ভোটে ।।