( srijit sir k pronam janie)
আমি একটা তুই চাই
যা হাড়িয়ে যাবে -
অসংখ্য আপনির মাঝে l
হয়তো বা পথের পাথেয় হয়ে ,
একলা পথ চলবে নির্দিধায় ll
আমি এমন একটা তুই চাই
যে বুঝে নেবে আমাকে l
আমার অলসতা ,আমার-
ভেতরের পাপ বোধকে l
বাক্সবন্দি করবে আমার
অস্তিত্ব ,আমার ক্লান্তি ,
আমার ক্ষীণ হয়ে যাওয়া অবক্ষয় l
আমার নোংরামো ,আমার উষ্ণতা l
আর মৃদুহেসে কষ্টের
পাহার ডিঙিয়ে চলতে থাকবে খালিপায়ে l
আর সেই উঁচু পাহাড় থেকে
ফেলেদেবে বাক্সটা l
আমি ধীরে ধীরে দেখব ,
পাহাড়ের গা ঘেঁষে পরেযেতে-
আমার ইতিহাসকে ll