সময় আজ উল্টো গতিতে l
বন্ধহাতে কাটাগুলো-
আজ উল্টো পথে l
উল্টোরাজার দেশ নয় ,
আমার আত্ম সম্মান -
আজ বাধা দিচ্ছে সময়কে l
না,মরা কান্নার অভ্যাস
নেই আমার l
শুধু বিষাক্ত সাপের
ছোবল বল ?
তাও আজ চাপা রয়েছে,
বুকের গহীন অন্ধকারে l
যেখানে শুধু কালো
ছায়ার বাস ,
আমাকে তাতে মিশে যেতে দাও l
শুধু একবার আমাকে-
চিৎকার করে কাঁদতে দাও l
শুধু একবার আমাকে
ভুলে যেতে দাও...
আমি সেই ছেলেটা ll