পুরোনো সময় ফিরে আসে না ।
ফিরে আসে কিছু স্মৃতি
আর এই স্মৃতি টাই হয়তো
শেষ সম্বল হয়ে ওঠে ।
বাস্তবতার কঠিন কামড়ে
যখন রোমন্থনের সময় আসে
তখন বিস্তীর্ণ আকাশের নিচে
নিজেকে একা মনে হয় ।
আর নিজের কথা নিজেকেই শুনতে হয় ।
শুনতে হয় উত্থানপতন
শুনতে হয় সফলতা বা ব্যর্থতা ।
জলের অপর নাম জীবন তাই
জল নষ্ট হয় না চোখ থেকে ।
নিজেই হাসি নিজেই কাঁদি
নিজেই নিজের মতো ।
নিজের কথা নিজেই শুনি
নিজেই তার সঠিক উত্তর খুঁজি ।
লোকের কথায় কান না দিয়ে
নিজের যন্ত্রণা নিজেই বুঝি ।
হ্যাঁ আমি আমার মতো ।।