যার কথাতে উঠতো সূর্য
মুখের কোনে হাসি,
যার কথাতে একলা মনে
বাজতো মনের বাঁশি ।
যার কথা তেই সরোমালিকা
কিংবা ভোরের ভৈরবী,
সেই কথা আজ গড়ল যেন
তালহার আজ কবি ।
সেও কথা আর লাগেনা ভালো,
কাটছে তেমন দিন ।
বুকটা আজও একই আছে-
শুধু বিদছে যে আলপিন ।।