জানিনা পথ শুরুর আগে
শেষ যদি হয় ,
জানিনা পথে এক ঝলকে
মিষ্টি বাতাস বয় ।
তোর ছোঁয়াতে আবার যদি
উঠে ঝড়ের মুখ,
আমি তখন দেখব তোকে
জলন্ত উন্মুখ ।
তোর ছোঁয়াতে আবার আসুক
দাঁড়ি কিংবা কমা ,
দমকা হাওয়া বন্ধ চোখে
মাখব প্রেমের বোমা ।
বারুদ স্তূপে পা ফেলেছি
তোর কথাতে রাই,
আজকে আবার মনের ঘরে
জ্বালাইলে দেশলাই...