মস্ত বড় বন
বনের ঈশান কোন
বটুক ডালে বসে আছে
হলদে একজন ।
টেরিয়া গাইছে গান
পল্টু হুতুম লাম
এ যে বনের ভেতর অন্যরকম গান ।
কালো দীঘির শেষে
পথটি ধরে এসে
ডানদিকে ঘুরলেই পাবে
যেথায় সন্ধে এসে মেশে ।
পল্টু হনু টেরিয়ার এই
ছোট্ট গ্রাম ।।
বাঘ সিংহ শেয়াল
গাইছে সবাই গান
নাকি বনের ভেতর
অন্য রকম গান ।
পাচ্ছনাতো খুঁজে
কোথায় এমন বন ।
সব্বার মনের মাঝে
আছে সেই বন
পাবে পাবে পাবেই পাবে
দেখতে এমন বন
তাই গাও .....
তুমনা না না তুমনা না না
তুমনা না না না নাম ।।