এক কাপে চায়ে
তোমায় পাবো বলে-
এক চুমুকে করলাম সাবার l
ফ্রেমলেস জীবনের বাজি,
আজ আমার দোরগোড়ায় l
পাপোশ আপোসে জীবন যুদ্ধে-
তোমার অনুপস্থিতি l
সবকিছু খিচুরীর মতো-
ঘাটছে শিরায় উপশিরায় l
শুধু শান্তনা চায়ের তলানিতে
কিছু অবশিস্ট যা -
ফেলে দিতে হবে একদিন ll