জটিল ঘুড়ি উড়াই রাতে,
যন্ত্রনা আজো আমার হাতে l
জানি তুমি বুঝবেনাতা
চোখের জলে ভিজল খাতা l
তবুও এক অচিন পাখী
মনের কোষে বন্দি রাখি l
একদিন সব যাবে উড়ে
একতারাটার সুরটি ধরে l
প্রান বায়ুতে তোমার নাম
হলাম লেখে আজ বদনাম l
মুছছে সময় ঘড়ির কাটায়
সব স্মৃতি আজ বদ্ধ মাথায় l
কখন যেন উদাস বাউল
দেহতত্তে করছে ফাউল l
জমছে জল ঘরের কোনে
ভাসব আবার তোমার টানে l
মনের গলির ছোট্ট ফাঁক
আজ কবিতা এইটুকু থাক ll