এখন আবার অস্তিত্ব
বিলুপ্ত প্রায় l
তোমার ছুঁয়ে যাওয়া,
দেশলাইয়ের কাঠিতে
জ্বলল আবার আগুন l
বুকটা পুরছে দগ্ধ পূর্নিমায় l
আর আয়নায় জ্বলছে
তোমার পোড়া মুখ l

জ্বলন্ত অগ্নিকান্ডে,
আজ আমিও সামিল l
শব্দ ফাঁটছে বাতাসে,
জাপটে নিচ্ছি নিজের অস্তিত্ব l
ভেজা ঘাসে আগুন লাগলে
দেখা যায় শুধু ধোঁয়া,
আগুন নয় ll