আমি একলা পথে
সঙ্গে স্মৃতির আগুন l
আমার অস্তিত্ব সব
ছাই সমতুল l
আমার স্বপ্ন আজ
বিক্রি হয় বাজারে l
কিলো কিলো তে সুখ
সব যন্ত্রণায় মিশে ll
ছেড়ে যাওয়া সে হাত
আজো বাড়িয়ে l
শুধু স্পর্শ আনন্দ
আর অনুভূতি খোঁজে l
তবু বিস্বাদে বিশ্বাস
আজো একি l
হয়তো ফিরবে আবার
সেই অচীন পাখি ll