আর কোন কবিতায় কবির প্রেম জাগে নাহ
যে প্রেম তার তরে তা আর কেও জানে নাহ
সে যেন জেদ মাখা এক পুরনো তলোয়ার
প্রথম আর শেষ প্রেমে শাণিত~চির বন্দোবস্ত
কবির প্রেমের দুয়ারে আর কবিতা আসে নাহ
প্রার্থনা ফিরে আসে গৃহিত হয় নাহ
এ যেন বিষাদ মাখা বিষাক্ত এক প্রেম
একবার হয়, বারবার হয়, সাড়া দেয় নাহ
অতৃপ্ত বাসনায় রসনা মিটে নাহ
মনের না বলা কথা কবির বলার থাকে নাহ
প্রেম ঘুমিয়েছে কবির, স্বপ্নের কোনো জগতে
যে জগতে ছবি আঁকে সে, তারাদের আসরে
কবির ও মনে ইচ্ছে হয় তারাদের আসরে বসবে
যদি কিনা খানিকটা প্রার্থনা মঞ্জুর হয়
তা হয় যদি তবে কবির কবিতা ফিরে আসবে!