ভুলের বাল্যকালে ছাড়িয়াছিলাম এক তরী।
                  কোন কূলে ভিড়িবার
                 ঠিকানা ছিলো না তার,
     স্রোতাবহে ভাসিবার ছিলো শুধু আশা ভরি ভরি।

   ছিলো না পাল টানানো তবু আশা রাখিয়া বহিতে;
                   স্রোত ছিলো অনুকূল,
                    তবুও হইলো ভুল।
     কি হবে নদীর স্রোতে বৈঠা হারানো এ তরীতে।

      বালসা কাঠের তরী, নিদান কতই তার আছে!
                     জলজ গুল্মাঘাতে
                   হাজারো ছিদ্র তাতে,
        অশনি সম্মোহনে সম্মুখে শুধু আশা বাঁচে!

    যৌবনে ভরা নদী সাধিলাম কি সুখের সাধে!
                  ভাসিয়া যমুনা জলে,
                  পিরিতের কত ছলে,
না পেলো কানুরে রাই! না পেলো রাধেরে কালাচাঁদে!

    কিনারা দশাই আজো দোদুল্য ভাগ্য-প্রয়াসে।
                   সময়ের অভিশাপে,
                  অসময়ে এ বিলাপে
   কি হবে? শঙ্কা হয়, পবমান কবে ধেয়ে আসে!
                            
                              -২২শে বৈশাখ, ১৪২৮