স্বপ্নগুলো যে যার মত খেলুক
আধার-আলোয় ভাঙা গড়ার খেলা।
রিদমে আজ যান্ত্রিকতা মিশুক,
বারেক পানে ডাকুক ছেলেবেলা।

যেদিন তাহার কর্ম সপেছিল
বিলাসিতার দুয়ার রুদ্ধ করে;
সেদিন তাহার চক্ষু মুজেছিল,
চিরদিনের জন্য জাগার তরে।

এখনও সে দশের বোঝা নাকি?
না, তার এখন অর্থ-লোভের পেশা!
আকাঙ্ক্ষা তার পরিধিহীন তো কি?
অংকে তাহার শুধুই যোগের নেশা!

নিত্য তিনি বিজ্ঞ বিধান সভায়,
নিত্য সাধেন আরশীধারী গাড়ী।
আকাশ ছোয়া নীলাভ রাঙ্গা বাসায়
থাকেন তিনি সবার নজর কাড়ি।

সাধুবাদীর মুখোশ পরম্পরায়,
তাহার মাঝেই সমষ্টি লোক রচি।
পদ বিধায়ক কেবা আসে, কে যায়-
বিধান সভার সবাই সব্যসাচী।

শৈশবে যে নীতির বাক্যগুলি
ছোট্ট শিশুর রপ্ত মুখে ভাসে,
বৃথাই সেসব শিশুতোষের বুলি-
ভবিষ্যতে কি বা কাজে আসে?

দেশের মাটির তিলক ভালে এঁকে
নিবেদনের শপথ এসো করি।
আত্মত্যাগের উদারতা থেকে
এসো, নতুন বঙ্গভূমি গড়ি।
  
২৭শে পৌষ, ১৪২৫