নিপীড়িত নারী কায় হায় বারে বার
কাপে থরথর ঘৃণ্য কামুক মড়কে।
মা-ভগিনী বিলাপে বিলাবে কত আর
রুধিরে রাঙ্গানো তনু লোলুপ মশকে!
যেমতি পাণ্ডব যবে তামসী পাশার
বাজিতে দ্রোপদী হেরে বিধিলো নরকে;
সেরূপ পাণ্ডব পত্নী রক্ষাতে আবার
ডাকিছে ধরনী আজ এ-যুগে কৃষ্ণকে।
না এঁকো জননী মনে ভাবনার রেখা,
না সঁপো ভগিনী স্বীয় চিতার কাননে।
কে আছো জোয়ান? হবে ইতিহাস লেখা;
পিচাশের বলি হবে কালিমা নিধনে।
নারীর প্রতীক হবে শোভাসনে দেখা,
পূজিয়া হৃদয় মাঝে দেবীর আসনে।
-২০শে আশ্বিন, ১৪২৭