কবিতা লিখিতাম আমি,
হতাম যদি কবি।
চিত্রকর হলে আমি,
আঁকতাম মায়ের ছবি।
শিল্পী যদি হতাম আমি,
গাইতাম কত গান!
গানই আমার ব্রত হত,
গানই হত প্রাণ।

ভোরের বেলায় ডাকতাম আমি,
হতাম যদি পাখি।
নিশি শেষে সবাইকে
উঠাতাম ডাকি ডাকি।
ধর্মের কথা মেনে চলতাম,
সাধক হতাম যদি।
বাংলা মায়ের কোলে বহিতাম,
হতাম যদি নদী।

কৃষক হলে বাঁচিতাম আমি
ধানের শীষে শীষে।
প্রেমিক হলে মরিতাম আমি
প্রেমের বিষে বিষে।
কালের খেয়া বাহিতাম, যদি
হতাম কোন মাঝি।
গঙ্গাচড়ের স্বাদ যে পেতাম
সকাল, দ্বিপ্র, সাঁঝি।

তুমিই হর্তা, তুমিই কর্তা,
তোমারই কর্মী আমি।
জানি প্রভূ মোর মনোবাসনা
পূর্ণ করিবে তুমি।
আমার মনের ইচ্ছেগুলি
তুলিলাম এ খাতায়।
সবার নিকট জয়ন্ত আমি
আশীর্বাদ চাই।।