আগ্রাদ্বিগুন;
প্রাচীন প্রেরিত ইতিহাসে এক নাম।
আগ্রাদ্বিগুন;
আমাদেরই এক শান্ত সূধীর গ্রাম।।
ক্ষণিক যাহার পড়েছে পলক,
একেঁছে ভালে এ মাটির তিলক।
সবুজের ঢেউয়ে সাড়া দিয়ে যায়
মাতৃ-নাভির টান।
কবির কলমে "রূপক কবিতা"
এই আমাদের গ্রাম।।
ঐতিহাসিক
ধাপটি এখনো বিষ্ময় ইতিহাসে।
পুরাকীর্তির
প্রতীকির বেশে জুড়িত নয়নে ভাসে।
দীঘল দ্বারিকা দীঘিটির জল,
পিপাসী পরানে বিলায় শীতল।
শত বিষণ্ন, ক্রান্তি আমার
জুড়ায় তার বাতাসে।
মরণের পরে পরকাল যেন
এ গ্রামেই ফিরে আসে।।