উৎ-শব



এসেছে শরৎ আপন নিয়মে
কাশফুল দিয়েছে সায় ;
বাজুক যতই আলোর বেণু
আগমনী আজ বিচার চায় I
যতই লাগুক হিমেল হাওয়া
নীল আকাশে মেঘের ভেলা
হোক না ভুবন রঙিন রাঙ্গা
মন তবু এলোমেলো আজ
বিষন্ন আমার তিলোত্তমা I


পড়ছে শিশির ভোরের বেলায়
দিচ্ছে ঘাসের উঁকি
অথৈ জলে পদ্ম শালুক
গন্ধে বিভোর শিউলি I
গড়ছে ঠাকুর কুমোর পাড়ায়
কারো নেই তবু মুখে হাসি -
প্রাণহীন এই উৎসবে সবাই
চায় দোষীর শাস্তি I


সেজেছে শহর আলোর সাজে ,
সেজেছে আমার গাঁ ;
লাগছে বাঁশে রঙিন কাপড় ,
খুঁটিতে সামিয়ানা I
ঢাকে যতই পড়ুক কাঠি
মনটা তবু ভার ;
উতলা মন প্রহর গোনে
কবে তিলোত্তমার সুবিচার I
রাতভর হেঁটেছি মাগো
তোমায় দেখার জন্যে
উৎসবে আজ বিষাদ সুর
কেটেছে তাল ,পড়েছে ভাঁটা ছন্দে :
রাতভর এবার সবাই হাঁটবো শুধু
তোমার হারানো মেয়ের জন্যে I
আমার শহর যতই মাতুক
পোস্টারে আর বিজ্ঞাপনে ;
তোমার তিলোত্তমার হবে বিচার ,
সব আড্ডার মাঝে I